vlxxviet mms desi xnxx

আকাশ ডিটিএইচ Price In Bangladesh

0
Rate this post

আকাশ টিভির দাম কত | আকাশ ডিটিএইচ Price In Bangladesh | আকাশ ডিটিএইচ চ্যানেল লিস্ট ২০২৪

একসময় ঘরে ঘরে টেলিভিশন ছিল না। তখন মানুষ রেডিও এর মাধ্যমে কোন খবর শুনতে হত। ধীরে ধীরে টেলিভিশন এলো খুব কম সংখ্যক থাকায় যার বাড়িতে টেলিভিশন থাকতো তার বাড়িতে সবার আসর জমতো। কিন্তু তখনকার সময় দেশি চ্যানেল প্রচার করা হতো তা শুধুমাত্র একটা চ্যানেল। কেউ যদি বাইরের দেশের কিছু দেখতে চায় তার কোনো উপায় ছিল না। তাই ঘরে বসে বিদেশে চ্যানেল দেখা, বহিঃবিশ্বের খোঁজ খবর নেওয়া মানুষের জন্য বেশ চিন্তার ছিল। মানুষের সেই চিন্তায় পালে হাওয়া লাগিয়েছে স্যাটেলাইট। তাইতো আজ স্যাটেলাইট ছাড়া টেলিভিশন এর কথা কল্পনা করা অসম্ভব।

স্যাটেলাইটের মাধ্যমে আপনি ঘরে বসে বিশ্বের যেকোনো দেশের চ্যানেল দেখতে পাবেন। তাদের খবরাখবর সমূহ জানতে পারবেন। বিভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবেন। এইসব কিছু সম্ভব হয়েছে প্রযুক্তির দূর দর্শিতার কারণে। স্যাটেলাইটের মাধ্যমে অপারেটরকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে আমাদের বিদেশে চ্যানেল সমূহ দেখতে পারবেন। কিন্তু চাইলেও সব কিছু যেমন সম্ভব হয় না। তেমনি চাইলেও সব কিছু হাতের নাগালে পাওয়া যায় না। এই অপারেটরদের অতিরিক্ত চার্জ নির্ধারণ, সেই সাথে দফায় দফায় চ্যানেলে চলে যাওয়া, ডিশ লাইনের সমস্যার কারণ মানুষের চ্যানেল অপারেটরদের থেকে  উপর ধীরে ধীরে আস্থা হারিয়ে ফেলছিল। 

আকাশ ডিটিএইচ

কিন্তু যেখানে সমস্যা রয়েছে, সেখানে সমাধান  রয়েছে। মানুষের ডিশ অপারেটরের সাথে বিভিন্ন ঝামেলার অবসান ঘটাতে এসেছে আকাশ ডিটিএইচ। সম্পূর্ণ তারবিহীন একটি স্যাটেলাইট হল আকাশ ডিটিএইচ। বেক্সিমকো কোম্পানির একটি সেবা হলো আকাশ ডিটিএইচ। এটি মূলত একটি DTH যা সম্পূর্ণ একটি ডাইরেক্ট টু হোম সার্ভিস। যার ফলে কোনো ডিশ লাইনের মোটেও প্রয়োজন পরে না। অপারেটর থেকে যখন স্যাটেলাইট লাইন নেওয়া হয় দূরবর্তী অফিস থেকে তখন ঝড়, বৃষ্টি, আবাহাওয়া খারাপ হলে হলে সেই লাইন নষ্ট হবার সম্ভাবনা থাকে।

আরো পড়ুন: শিওর ক্যাশ একাউন্ট খোলা, একাউন্ট চেক

কিন্তু আকাশ ডিটিএইচ একদম ঘরের মধ্যে কানেকশান থাকে বিধায় এই ঝামেলা পোহাতে হয় না। এছাড়াও আকাশে সকল ধরণের চ্যানেল খুব ঝামেলা ছাড়াই স্পষ্ট দেখা যায় বিধায় একদম মানুষ ডিশ লাইনের থেকে আকাশ ডিটিএইচের দিকে ঝুঁকছে সবচেয়ে বেশি। আকাশের সংযোগ আপনার বাসার ছাদে কানেক্ট থেকে সেখান থেকে লাইন আপনার সেট আপ বক্সে কানেক্ট করে দিলে আপনি একই সাথে অনেক চ্যানেল দেখতে পাবেন একদম আপনার ঘরে বসেই।

আকাশের বর্তমান মূল্য কত?

আকাশ ডিটিএইচ এর দাম ৪৪৯০ টাকা। প্রথম মাসে সংযোগ মূল্য একদম ৪৪৯০ টাকা এবং সকল চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন 1ম মাসে।

আকাশ ডিটিএইচ সংযোগ কিভাবে নিব

আকাশ বর্তমানে ধীরে ধীরে গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষস্থানে চলে গিয়েছে। এর নিরবিচ্ছিন্ন সংযোগ, ব্যবহার, উপযোগিতা এবং সেই সাথে ভালো সার্ভিসের কারণে আজকাল সবাই ডিশ লাইন ছেড়ে সংযোগ নিতে চায় আকাশের। কিন্তু অনেকেই জানেন না কিভাবে আকাশের সংযোগ নিতে হয়?

আকাশ ডিটিএইচ কোথায় পাওয়া যাবে

আপনি যদি আকাশের গ্রাহক হতে চান এবং আকাশ ডিটিএইচ সংযোগ নিতে চান তাহলে আপনি তিনভাবে সংযোগ নিতে পারবেন। আকাশ সংযোগ নেওয়ার ৪ টি উপায় রয়েছে। নিচে তা বিস্তারিত বর্ণনা করা হলো-

  • ওয়েবসাইটের মাধ্যমে 

  • ডিলারের মাধ্যমে 

  • কোন দোকান থেকে

  • EMI এর মাধ্যমে

ওয়েবসাইট এর মাধ্যমে

আপনি যদি আকাশের ডিটিএইচ সংযোগ কিনতে চান তাহলে আপনি আকাশের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে। সেইক্ষেত্রে আপনাকে পেমেন্ট অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনি তাদের অনুমোদনকৃত ব্যাংক কার্ডের মাধ্যমে নিৰ্দিষ্ট পেমেন্ট করে নিতে পারবেন এই সংযোগ লাইন।

আকাশ ডিটিএইচ কোথায় পাওয়া যাবে

আপনাদের সুবিধার জন্য আকাশের ওয়েবসাইট  নিচে তুলে ধরলাম – লিংক: www.akashdth.com

ডিলারের মাধ্যমে:

আপনি সংযোগ নিতে চাইলে আপনি আগে ওয়েবসাইটের মাধ্যমে খোঁজ নিতে হবে আপনার এলাকায় কোনো ডিলার আছে কিনা। যদি ডিলার থেকে থাকে সেই ডিলার এর সাথে কথা বলে আপনি সংযোগ নিতে পারেন। অনেক সময় ডিলার কম বেশি নিতে পারে।তাই জেনে বুঝে,যাচাই করে নিবেন। 

কোন দোকানের মাধ্যমে:

এছাড়া আপনার নির্দিষ্ট এলাকাতে কিংবা আপনার জেলা সদরের অনেক দোকান পাবেন যারা আকাশের সংযোগ বিক্রি করে থাকে । আপনি যদি তাদের থেকে আকাশের সংযোগ নিতে চান তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা ঘরে এসে আপনার সংযোগ ঠিক করে দিবে।

EMI এর মাধ্যমে

আপনি যদি আকাশ সংযোগ নিতে চান তা যদি EMI এর মাধ্যমে তা সম্ভব। আকাশের কিছু ব্যাংক সমূহ থেকে আপনি ৬ মাস কিংবা ১ বছরের সময়কালীন লোন এর মাধ্যমে আপনি আকাশ সংযোগ নিতে পারেন। 

EMI সুবিধা নেওয়ার জন্য আপনি নিম্নোক্ত ব্যাংকসমূহে যোগাযোগ করতে পারে-

  • Dutch Bangla Bank (DBBL).

  •  BRAC Bank.

  • The City Bank.

  • Eastern Bank (EBL).

  •  Mutual Trust Bank (MTBL).

  • National Credit.

  •  Commerce (NCC).

  • Southeast Bank.

  • Dhaka Bank.

  • Bank Asia.

  • Standard Bank.

  • NRB Bank.

  • Meghna Bank.

  •  Midland Bank.

  •  Jamuna Bank.

  •  South Bangla Agriculture & Commerce (SBAC)।

আপনি যে মাধ্যম থেকে সংযোগ নিতে চান তা সম্পূর্ণ আপনার ইচ্ছের উপর নির্ভর করে থাকে। তবে আপনাকে আকাশ ডিটিএইচ সংযোগ নিতে হলে কাগজপত্র পূরণের পর ৩ দিন কর্মদিবসের মধ্যে আপনার তারা সংযোগ সেট আপ করে দিবে। 

আকাশ ডিটিএইচ হেল্পলাইন

আকাশের সেবা গ্রহণে, সেবা সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা, কোন সমস্যা হলে কল দিতে পারেন আকাশের হেল্পলাইনে। 

আকাশ হেল্পলাইন নাম্বার – 16442 অথবা 09609999000

আকাশ ডিটিএইচ সংযোগ

আকাশ গ্রাহকদের আস্থার অর্জনে শতভাগ নিজেকে নিবেদন করেছে। তাই অনেকে আছে যারা আকাশের সংযোগ নিতে চায় কিংবা মূল্য কিংবা কি কি সুবিধা দিচ্ছে তা জানেন না। 

তাই যারা আকাশ এর মূল্য জানতে চাচ্ছেন তারা জেনে নিন আকাশ ডিটিএইচ এর পুরো মূল্য  ৫৪৯৯ টাকা। সাথে থাকছে ৭ দিনের জন্য ফ্রি সাবক্রিপশন সুবিধা। অর্থৎ আপনি এই ৭ দিন ফ্রি ট্রায়ালের মাধ্যমে ব্যবহার করতে পারবেন কোনো ধরণের টাকা ছাড়াই। পরবর্তীতে আপনি এদের সার্ভিস দেখে সন্তুষ্ট হলে নিতে পারেন  তাদের এই সার্ভিস। এছাড়া ফ্রী ইন্সটলেশন সুবিধার পাশাপাশি সেটআপ পেয়ে যাবেন একদম ফ্রিতে। একটি পরিপূর্ণ সেটআপে যা যা থাকে তা হলো-

  • একটি সেটআপ বক্স।

  • দুটি ব্যাটারি সংযুক্ত একটি রিমোট।

  • HDMI ও AVI ক্যাবল পাবেন।

  • একটি ছাতা।

  • এলএনবি সিঙ্গেল পার্টি।

  • ১৫ মিটার তার ।

  • ফ্রি সাবস্ক্রিপশন ১ মাস থেকে ৭ দিন।

  • ১ বছরের ওয়ারেন্টি।

আকাশ ডিটিএইচ চ্যানেল লিস্ট

আকাশ ডিটিএইচে আপনি একের অধিক চ্যানেল সুবিধা নিতে পারবেন। আকাশে আপনি ঘরে বসের প্রায় ১২০ টি চ্যানেল এবং ৪০ টির বেশি এইচডি চ্যানেল দেখতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আকাশ ডিটিএইচ এর চ্যানেলে লিস্ট আলোচনা করা হলো:

  • আকাশ (Akash).

  • বিটিভি (BTV).

  • বিটিভি ওয়াল্ড (BTV World).

  • বিটিভি সংসদ (BTV Songsod).

  • বিটিভি চট্টগ্রাম (BTV Chottogram).

  • ইন্ডিপেন্ডেন্ট টিভি (Independent TV).

  • এটিএন বাংলা (ATN Bangla).

  • চ্যানেল আই এইচডি (Channel I HD).

  • একুশে টিভি (Ekushey TV).

  • এনটিভি (NTV).

  • আরটিভি (RTV).

  • বাংলা ভিষণ (Bangla Vision).

  • বৈশাখী টিভি (Boiskakhi TV).

  • দেশ টিভি (Desh TV).

  • মাই টিভি (My Tv).

  • এটিএন নিউজ (ATN News).

  • মোহনা টিভি (Mohna TV).

  • বিজয় টিভি (Bijoy Tv).

  •  সময় টিভি (Somoy Tv).

  • মাছরাঙা টিভি এইচডি (Masranga Tv HD).

  • চ্যানেল 9 এইচডি(Channel 9 HD).

  • চ্যানেল ২৪ (Channel 24).

  • গাজী টিভি এইচডি (GTv HD).

  • একাত্তর টিভি এইচডি (Ekattor HD).

  • এশিয়ান টিভি এইচডি (Asian TV HD).

  • একাত্তর টিভি এইচডি (Ekattor TV HD).

  • এস এ টিভি এইচডি (SA TV HD).

  • গান বাংলা টিভি এইচডি (Gaan Bangla TV HD).

  • যমুনা টিভি (Jamuna TV).

  • দীপ্ত টিভি এইচডি (Dipto TV).

  • বিবিসি নিউজ এইচডি (BBC News HD).

  • নিউজ ২৪ এইচডি (News 24 HD).

  • বাংলা টিভি এইচডি (Bangla TV HD).

  • নাগরিক টিভি এইচডি (Nagorik Tv).

  • দুরন্ত টিভি এইচডি (Duronto Tv HD).

  • আনন্দ টিভি (Anada Tv).

  • ষ্টার জলসা এইচডি (Star Jalsha HD).

  • জি বাংলা এইচডি (Z Bangla HD).

  • কালার বাংলা (Colour Bangla).

  • সনি ৮ (Sony 8).

  • রুপুসী বাংলা (Rupushi Bangla).

  • আকাশ ৮(Aksh 8).

  • ষ্টার প্লাস (Star Plus).

  • স্টার ভারত (Star Barat).

  • জি এইচডি (Z HD).

  • সনি (Sony).

  • সনি সাব (Sony SAB).

  • কালার্স (Colours).

  • কালার্স এইচডি (Colours HD).

  • জুম (Zoom).

  • এন্ড টিভি (& Tv).

  • ষ্টার ওয়াল্ড (Star World).

  • কমিডি সেন্ট্রাল (Comedy Central).

  • কালার্স ইনফিনিটি এইচডি (Colours Infinity HD).

  • কেবিএস ওয়াল্ড (KBS World).

  • এরিরাং (Arirang).

  • টিভি ৫ মন্ডি (Tv 5 MinDi).

  • সৌদি আরাবিয়া ১ (Saudi Arabia 1).

  • এরে ডিজিটাল (ARY Digital).

  • বিসিসি নিউজ (BBC NEWS).

  • সিএনএন (CNN).

  • আল জাজিরা এইচডি (Al Zazira HD).

  • ডিডব্লিও (HDW).

  • এনেচকে (NHK).

  • ভিওএ (VOA).

  • সিজিটিএন (CGTN).

  • রাশিয়া টুডে (Russia Today).

  • জিও নিউজ (Geo News).

  • ফ্রান্স ২৪(France 24).

  • জলসা মুভিজ (Jolsha Movies).

  • জি বাংলা সিনেমা (Z Bangla Cinema).

  • স্টার মুভিজ এইচডি (Star Moview HD).

  • এইচবিও (HBO).

  • ডব্লিউবি (WB).

  • সনি পিক্স এইচডি (Sony Pix HD).

  • স্টার গোল্ড (Star Gold).

  • জি সিনেমা এইচডি (Z Cinema HD).

  • জী একশন (Z Action).

  • জি বলিউড (Z Bollywood).

  • সনি ম্যাক্স (Sony Mix).

  • সিনেপ্লেক্স এইচডি (Cineplax HD).

  • আল কোরআন (Al Quran).

  • পোগো (PoGo).

  • কার্টুন নেটওয়ার্ক এইচডি (Cartoon Network HD).

  • হ্যাম মাসালা (Hum Masala).

  • ট্রাভেল এক্সপি এইচডি (Travel XP HD).

  • হিস্ট্রি টিভি এইচডি (History Tv HD).

  • টিএলসি এইচডি ওয়াল্ড (TLCI HD World).

  • এনিমেল প্ল্যানেট (Animel Planet).

  • ডিসকভারি টার্বো (Discovery Tarbo).

  • ডিসকভারি সাইন্স (Discoverey Science).

  • ডিসকভারি (Discovery).

  • ন্যাচারাল জিওগ্রাফি এক্স(Natural Geograohy) .

  • মিউজিক ফাটাফাটি (Music Fatafati).

  • মাস্তি (Masti).

  • মিউজিক ইন্ডিয়া (Music India).

  • সনি মিক্স (Sony Mix).

  • জি ইটিসি বলিউড (Z ETC Bollywood) .

  •  জিং (Zing).

  • নাইনেক্সাম (9 Exam).

  • এমটিভি বিশদ ইন্ডিয়া (MTV India).

  • এমটিভি ইন্ডিয়া (MTV India).

  • ধুম মিউজিক (Dhoom Tv).

  • বিফোরেও মিউজিক (B4U music).

  • সংগীত বাংলা (Songic Bangla).

  • ডিডি স্পোর্টস (DD Sports).

আকাশ ডিটিএইচ এর মালিক

আকাশ ডিটিএইচ কানেকশান লাগনো পর এর প্রতি একটি নির্দিষ্ট পরিমান বিল ধার্য করা হয়েছে। আকাশ ডিটিএইচের অনেক প্যাকেজ রয়েছে। সেই প্যাকেজের উপর নির্ধারণ করে আপনি কোন সেবা নিবেন সে আকারে মাসিক বিল আপনাকে প্রদান করতে হবে। 

যেমন উদাহরণ হিসেবে বলা হয়,

আপনি যদি আকাশের স্ট্যান্ডার্ড প্যাকেজটি নিয়ে থাকেন তাহলে আপনাকে ৩৯৯ টাকা মাসিক বিল দিতে হবে। আর আবার আপনি যদি লাইট প্যাকেজ নিয়ে থাকেন তাহলে আপনাকে ২৪৯ টাকা মাসিক বিল দিতে হবে। 

আকাশ ডিটিএইচ রিচার্জ 

ডিটিএইচে আপনি যদি মাসিক বিল দিতে হয় তাহলে আপনাকে অবশ্যই আগে রিচার্জ করে নিবেন। রিচার্জ ছাড়া আপনি কখনোই মাসিক বিল দিতে পারবেন না। মাসিক বিল দিতে চাইলে আপনাকে হেল্প লাইন নাম্বারে গিয়ে রিচার্জ করার বিস্তারিত নিয়ে জেনে নিতে হবে

আকাশ ডিটিএইচ রিচার্জ 

আকাশ ডিটিএইচ FAQ

১. আমি কিভাবে আমার আকাশ প্যাকেজ সক্রিয় করতে পারি?

আকাশ প্যাকেজ সক্রিয় করতে যা করবেন:

  • আকাশ ওয়েবসাইটের উপরের ডানদিকের ‘সেলফকেয়ার’ বোতামে ক্লিক করুন। 
  • নতুন উইন্ডোতে ‘সাইন আপ টু লগ ইন’ বোতামে ক্লিক করুন। 
  • এর পরে আপনার ‘সাবস্ক্রাইবার আইডি’ এবং ‘নিবন্ধিত মোবাইল নম্বর’ টাইপ করুন এবং চুক্তির শর্তাবলী নিশ্চিত করে টিক বক্সে টিক চিহ্ন দিন।
  •  তারপর ‘submit’ বোতামে ক্লিক করুন।

২. আকাশ DTH কয়টি টিভি চালাতে পারে?

২ টি সংযোগ + ১২ মাসের AKASH স্ট্যান্ডার্ড সাবস্ক্রিপশন সহ AKASH সম্পূর্ণ সেটআপ। বিনামূল্যে ইনস্টলেশন সহ ১২ মাসের জন্য ১৩০৪ টাকার মাসিক কিস্তিতে ১২ মাসের সাবস্ক্রিপশন সহ আকাশ মাল্টি টিভি ২টি সংযোগে মোট ১২০ টি টিভি চ্যানেল চালাতে পারে।

৩. আকাশ রিসিভারের দাম কত?

আকাশ রিসিভারের দাম ৩০০০ টাকা। যাদের আগ থেকেই antena রয়েছে তারা শুধুমাত্র akash reveiver কিনলেই হবে।

৪. আকাশের কয়ট টপ বক্স রয়েছে?

আকাশের দুইটি সেট টপ বক্স রয়েছে। দুটো বক্সের মানই ভালো। আকাশের ১ নাম্বার বক্স একুরেট সিগনাল দিলেও এটি ওল্ড ভার্সন। ২ নাম্বারটা আকাশের লেটেস্ট ভার্সন বক্স এবং সবাই এটা ব্যবহার করতেই পছন্দ করে বেশি।

৫. আকাশ ডিটিএইচ প্যাকেজ রিচার্জ ও মাসিক বিল কত?

  • আকাশ ডিটিএইচের মাসিক বিল প্রতি মাসে মাত্র সর্বনিম্ন ২৪৯ টাকা এবং সর্ব্বোচ্চ ৩৯৯ টাকা।
  • সকল চ্যানেল → ৩৯৯ টাকা (মোাট ১২০ চ্যানেল)
  • আকাশ ডিটিএইচ লাইট প্যাকেজ চ্যানেল → ২৪৯ টাকা (৭০ চ্যানেল)।

Add-on প্যাকেজ ইউজ করলে বাড়তি খরচ।

উপসংহার: আকাশের বহুমুখী পরিসেবার কারণে আজ এর গ্রাহক সংখ্যা বেড়েই যাচ্ছে। অদূর ভবিষ্যতে তার পরিসেবা সকলের কাছে পৌছে যাবে। আকাশ ডিটিএইচ Price In Bangladesh লেখাটি পছন্দ হলে কমেন্ট করে জানাবেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex