অ্যাঞ্জার্স কোন দেশের ক্লাব?
অ্যাঞ্জার্স কোন দেশের ক্লাব | অ্যাঞ্জার্স ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা কে? | Angers Which Country Club?
বর্তমান সময়ের একটি মোটামুটি জনপ্রিয় ক্লাব হল অ্যাঞ্জারস ফুটবল ক্লাব। ফ্রান্সের লীগ ১ খেলে থাকে দলটি। আজ আমরা এই লেখাতে অ্যাঞ্জার্স কোন দেশের ক্লাব এবং প্রতিষ্ঠাতা কে সেটা সম্পর্কে জানবো।
অ্যাঞ্জার্স কোন দেশের ক্লাব?
অ্যাঞ্জার্স ফুটবল ক্লাবটি ফ্রান্সে অবস্থিত। সেখানে স্পেস দে লা লোয়ারের অ্যাঞ্জার্স শহরে এই ক্লাবটির অবস্থান। ক্লাবটির পুরো নাম অ্যাঞ্জারস স্পোর্টিং ক্লাব দে। আর ডাকনাম হলো লে এস. সি. ও., লেস স্কসটেস, লেস নোইস এ্যট ব্ল্যান্কস।
অ্যাঞ্জার্স ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
অ্যাঞ্জার্স ফুটবল ক্লাব আজ থেকে প্রায় ১০৪ বছর আগে যাত্রা শুরু করে। তথ্যমতে ১৯১৯ সালে এই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। এই ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট হলেন সেইড সাবনে। আর এখন ক্লাবে প্রধান কোচ হিসেবে আছেন আবদেল বওহা-জেম্যা।
এখনও এই ক্লাব কোনো শিরোপা অর্জন করতে পারে নিই। ক্লাবটি আন্তর্জাতিক মঞ্চেও খুব ভাল একটা পারফর্ম করতে পারেনি। তবে এই ক্লাবে বেশ ভালমানের খেলোয়াড় রয়েছেন।
আরো দেখুনঃ