vlxxviet mms desi xnxx

ইমেইল আইডি খোলার নিয়ম 2024 | আমার ইমেইল আইডি ভুলে গেছি

0
4.5/5 - (2 votes)

ইমেইল আইডি খোলার নিয়ম | আমার ইমেইল আইডি ভুলে গেছি | কিভাবে ইমেইল একাউন্ট খুলতে হয়?

ইমেইল আইডি খোলার নিয়ম: আপনি কি ইন্টারনেট জগতে নিজের একটি পরিচিতি তুলে ধরতে চান? একটি ইমেইল আইডি খোলার কথা ভাবছেন ?

বর্তমান এই পৃথিবীতে চলছে প্রযুক্তির জয়যাত্রা। আমাদের প্রত্যাহিক জীবন থেকে শুরু করে শিক্ষাজীবন কিংবা কর্মজীবন কোথায় নেই প্রযুক্তি একবার ভাবুন তো! সকালের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে, রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত প্রযুক্তি হয়ে উঠেছে আমাদের নিত্যসঙ্গী। তাই প্রযুক্তির এই যুগে নিজেকে টিকিয়ে রাখতে হলে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হবার বিকল্প নেই।

আরো পড়ুন: ডিজিটাল মার্কেটিং কি?

ইমেইল কি?

দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তি জড়িয়ে আছে। নিত্যদিনের এই জীবনে যুক্ত থাকতে আমাদের যেমন প্রুযক্তিজ্ঞান সম্পন্ন হওয়া প্রয়োজন ঠিক তেমনি করে প্রযুক্তির খুঁটিনাটি সম্পর্কে জানার বিকল্প নেই। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যখন কেউ জিজ্ঞেস করে আপনি থাকেন কই? আমরা তখন আমাদের বাড়ির ঠিকানা বলে দেই। তেমনি ঠিক ইন্টারনেটে আপনাকে আপনার নাম ও একটি নির্দিষ্ট ঠিকানার মাধ্যমে খুঁজে নিবে। ইন্টারনেট দুনিয়ার সেই ঠিকানার নাম হলো ইমেইল।

ইমেইল এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেইল। ইমেইলের মাধ্যমে আপনি একটি ইন্টারনেট দুনিয়াতে প্রবেশ করতে পারবেন। এটি ইন্টারনেটের দুনিয়াতে আপনার ঠিকানা স্বরূপ। আপনি যেকোনো কাজ করতে যান কিংবা যেকোনো কিছু করতে সার্চ করতে যান একটি ইমেইল এড্রেস আপনার লাগবেই। ইমেইল ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না ইন্টারনেটে।

ইমেইল আইডি খোলার নিয়ম

ইমেইল আমাদের দৈনন্দিন জীবনের নানা ধরণের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। সেইজন্য আমাদের জীবনের নানা কাজে একটি ইমেইল একাউন্টের প্রয়োজনীয়তা অত্যাধিক। ব্যক্তিগত প্রয়োজন হউক কিংবা ব্যবসায়িক প্রয়োজন একটি ইমেইল একাউন্ট চাই ই চাই। 

একটি ইমেইল একাউন্ট আপনি সাধারণত দুই ভাবে খুলতে পারেন। যথা:

  • মোবাইলের মাধ্যমে। 

  • কম্পিউটারের মাধ্যমে।

আরো পড়ুন: অনলাইনে আয় করার সহজ উপায়

মোবাইলের মাধ্যমে ইমেইল আইডি খোলার নিয়ম

আপনি মোবাইল ফোন ব্যবহার করে, ইমেইল আইডি খুলতে পারবেন। যেভাবে আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে ইমেইল একাউন্ট খুলতে পারবেন তার ধাপসমূহ তুলে ধরা হলো –

  • প্রথমে আপনার মোবাইল ফোন থেকে Setting অপশনে প্রবেশ করবেন। 

  • Setting অপশন থেকে Add  Account এ প্রবেশ করবেন। 

  • Add  একাউন্ট এ গিয়ে Google সিলেক্ট করবেন।

  • Google  সিলেক্ট করে আপনার ফোনের পিন বা প্যাটার্ন দিয়ে প্রবেশ করুন। 

  • তারপর একটি পেইজ আসবে সেখান থেকে আপনি Add Account এ ক্লিক করতে হবে।

নতুন ইমেইল আইডি খোলার নিয়ম

  • সেখানে ক্লিক করলে আপনি দুই ধরণের একাউন্ট খুলতে পারবেন। যদি আপনি নিজের জন্য একাউন্ট খুলতে চান সেক্ষেত্রে For Myself সিলেক্ট করতে হবে। আর যদি কোনো ধরণের ব্যবসায়িক উদ্দেশ্য একাউন্ট খুলেন তাহলে আপনি For Business সিলেক্ট করতে হবে। 

  • আপনি যে অপশন সিলেক্ট করুন না কেন একটি ফর্ম আসবে। সেখানে আপনার নাম, আপনার জন্ম সাল, আপনার লিঙ্গ তথ্যাদি পূরণ করতে হবে। 

  • পরবর্তীতে কিভাবে আপনার একাউন্ট খুলতে চান তার একটি নমুনা আসবে। আপনাকে আপনার নামের সাথে কোন ডোমেইন সংখ্যা যুক্ত করে সেই ঘর পূরণ করতে হবে।

ইমেইল আইডি কিভাবে খুলবো

  • পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে একটি গোপন পিন নাম্বার দিতে হবে। 

  • সাথে একটি মোবাইল নাম্বার দিতে হবে। কোড আসলে তা বসিয়ে দিতে হবে। 

  • একাউন্ট সুরক্ষার জন্য নাম্বার যুক্ত করতে চাইলে তা ফিল আপ করুন না হলে স্কিপ করুন।

ফেসবুক ইমেইল আইডি খোলার নিয়ম

  • ক্যাপচা পূরণ করে টার্ম এন্ড কন্ডিশন পড়ে তা সহমত পোষণ করলে এন্টার এ ক্লিক করলে আপনার গুগল একাউন্ট খুলে যাবে মুহূর্তে।

ইমেইল আইডি পরিবর্তন

কম্পিউটার থেকে ইমেইল আইডি খোলার নিয়ম

আপনি যদি মোবাইলের বদলে কম্পিউটারে জিমেইল খুলতে চান তা খুব সহজে আপনি পারবেন। তার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-

আরো পড়ুন: ফেইসবুক ইমেইল আইডি খোলার নিয়ম

  • সবার প্রথমে আপনাকে আপনার ল্যাপটপ ঠেলে যেকোনো ব্রাউজার ওপেন করতে হবে। 

  • ব্রাউজার ওপেন করে আপনাকে Gmail.com এ ক্লিক করতে হবে। 

  • Gmail.com এ ক্লিক করলে ক্রিয়েট একাউন্ট অপশন পাবেন। 

  • অপশনে সেখান থেকে নিজের জন্য একাউন্ট খুলতে চাইলে For Myself  এবং ব্যবসায়ের জন্য একাউন্ট করতে চাইলে For business  অপশনে ক্লিক করুন। 

  • তারপর পেইজে গিয়ে আপনার নাম, আপনার জন্ম সাল, আপনার লিঙ্গ পূরণ করে মোবাইল নাম্বার প্রদান করে।

  • পরবর্তী একটি কোড আসবে সেই কোড দিতে চাইলে এড কোড অপশনে ক্লিক করতে হবে আর না চাইলে স্কিপ করুন। 

  • একটি গোপন পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করলে আপনার একাউন্ট খোলা সম্পন্ন হয়ে যাবে।

ফেইসবুক ইমেইল আইডি খোলার নিয়ম

ইমেইল বর্তমানে বহুল প্রচলিত মাধ্যমে। বর্তমানে আমাদের জীবনে নানা কাজে রয়েছে ইমেইল আইডি। সামাজিক যোগাযোগের মাধ্যমে আজকাল তাই ইমেইল ব্যবহার করে প্রচলন বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনি যদি আপনার মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন কিংবা পাসওয়ার্ড ভুলে যান, খুব সহজে আপনি আপনার ইমেইল আইডি দিয়ে তা রিকোভার করতে পারবেন। কিন্তু মোবাইল নাম্বার দিয়ে আইডি রিকভাবে করা সম্ভব না। তাই সোশ্যাল মিডিয়া হউক কিংবা অন্য কোনো সাইট একাউন্ট খেলার ক্ষেত্রে ব্যবহার করুন ইমেইলে।

ইমেইল আইডির সুবিধা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আমাদের জীবনে ইমেইলের গুরুত্বের কথা বলে শেষ করা যাবেনা। আপনাদের জ্ঞানার্জনের সুবিধার কথা চিন্তা করে চলুন জেনে আসি ইমেইলের কিছু সুবিধা সমূহের কথা :

  • ইমেইলের মাধ্যমে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

  • ইমেইলের মাধ্যমে আপনি সোশ্যাল মিডিয়া একাউন্ট খুলতে পারবেন।

  • ইমেইলের মাধ্যমে যেকোন দেশ থেকে, আপনি যেকোনো স্থান থেকে,বার্তা পাঠাতে পারবেন। 

  • ই মেইলের মাধ্যমে আপনি খুব সুরক্ষিতভাবে বিভিন্ন কাগজপত্র পৌঁছে দিতে পারবেন। 

  • যেকোনো অফিশিয়াল কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ন, নির্ভরযোগ্য হলো ইমেইল। 

  • ইমেলের মাধ্যমে কোনো রকম ঝামেলা ছাড়াই যেকোনো ধরণের অডিও,ভিডিও, ইমেইজ পাঠানো যাবে। 

  • ইমেইল ব্যবহার করা খুবই সহজ। যেকোনো বয়সের যেকোনো ব্যক্তি ইমেইল ব্যবহার করতে পারবে।

  • বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ইমেইল হয়ে উঠেছে জনপ্রিয় হাতিয়ার। ইমেলেইলের মধ্যমে খুব সহজে পণ্যের ইমেইল মার্কেটিং করা যায়। 

  • বর্তমানে ইমেইল পাঠানোর অন্যতম একটি মাধ্যম জিমেইলে একই সাথে মিটিং করা যায়, সেই সাথে অন্যান্য সফটওয়্যারের সাথে লিংক করা যায়।

ইমেইল আইডি ভুলে গেছি করণীয়

অনেক সময় নানা ধরণের কাজের চাপে আমরা আমাদের ইমেইল একাউন্ট ভুলে যায়। এছাড়াও অনেক সময় আমরা আমাদের ইমেইলের পাসওয়ার্ড ভুলে যাই। কিন্তু আপনি জানেন কি আপনি কিছু উপায় অবলম্বন করলে আপনার ইমেইল আইডি ফেরত পেতে পারেন। চলুন জেনে আসি উপায় গুলো –

  • আপনি যদি জিমেইল আইডি কিংবা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষত্রে আপনাকে প্রথমে accounts.google.com এ যেতে হবে। 

  • সেখানে গিয়ে আপনি ৩ টি অপশন পাবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে ক্লিক করতে হবে

 I don’t know the password. 

যদি আইডি ভুলে যান সেক্ষেত্রে সিলেক্ট  করতে হবে  I don’t know username .

  • পরবর্তীতে যে অপশন এ ক্লিক করুন না কেন প্রথমে আপনার মনে লাস্ট যে পাসওর্য়াড তা প্রথমে এন্টার দিতে হবে।

  • তারপর ব্যাআপ একাউন্ট  অপশনে গিয়ে  ব্যাআকাপ পুর্বের কোন একটি ইমেইল একাউন্ট রাখবেন। 

  • আপনার ব্যাকআপ একাউন্ট কিংবা একটি ফোন নম্বর রাখতে ভুলবেন না।

ইমেইল আইডি পরিবর্তনের নিয়মাবলি

এত্তক্ষন আপনারা নিশ্চয়ই ইমেইল আইডি, এর সুবিধার, ইমেইল আইডির সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছেন। ব্যক্তিগত প্রয়োজনে, অফিশিয়াল বিভিন্ন ধরণের কাজের ক্ষেত্রে আমাদের একাধিক ইমেইল আইডির প্রয়োজন পরে। কিংবা অনেক সময় নতুন ইমেইল আইডি খুলতে হয় আবার কখনো মোবাইল ফোন হারিয়ে গেলে আমাদের ইমেইল আইডি পরিবর্তন করার প্রয়োজন পরে। কিন্তু আপনি কি জানেন কিভাবে পরিবর্তন করতে হয় ইমেইল আইডি?

আপনাদের সুবিধার কথা চিন্তা করে চলুন জেনে আসি যে ইমেইল আইডি পরিবর্তন করার নিয়মাবলী :

  • আপনি যদি আপনার জিমেইল আইডি পরিবর্তন করতে চান সবার আগে আপনাকে আপনার ইমেইল আইডিতে সাইন ইন করতে হবে।

  • সাইট ইন করা হয়ে গেলে ইমেইলের রিকোভারি ফোন নাম্বার এ গিয়ে এডিট ইপশনে একটা ফোন নাম্বার যুক্ত করে দিতে পারেন।সেই সাথে আগের একাউন্ট এর ফোন নাম্বার ডিলেট করে দিতে পারেন।

  • পরবর্তীতে যাতে আপনি আপনার নাম এডিট করে নতুন নামটি বসিয়ে এন্টার ক্লিক করলে কাজ শেষ হবে।

আরো পড়ুন: ফেসবুকে আয় করার পদ্ধতি.

ইমেইল আইডি খোলার নিয়ম FAQ

১. একটি ইমেইল আইডি তৈরির সাধারণ নিয়মগুলো কি কি?

একটি বৈধ ইমেল এড্রেসের চারটি অংশ রয়েছে: প্রাপকের নাম, @, প্রতীক, ডোমেন নাম।

প্রাপকের নাম সর্বাধিক 64 অক্ষর দীর্ঘ হতে পারে এবং এতে দিতে হবে:

  • ইংরেজিতে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর (A-Z, a-z)
  • 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা।
  • স্পেশাল ক্যারেকটার যেমন: !, #,  $, %, &, ‘,*, +, -, /, =, ?, ^, _, `, {, |।

২. আমি কিভাবে একটি পেশাদার ইমেল আইডি খুলতে পারি?

একটি প্রফেশনাল ইমেল এড্রেস যেভাবে তৈরি করবেন:

  • প্রথমে আপনার ডোমেন নাম নিবন্ধন করুন
  • আপনার Google Workspace ব্যবসায়িক অ্যাকাউন্ট তৈরি করুন।
  • আপনার Google Workspace ডোমেন যাচাই করুন।
  • Google Workspace ইউজারদে যোগ করুন।
  • আপনার Google Workspace অ্যাকাউন্টের জন্য Gmail এক্টিভ করুন।
  • আপনার ইমেল এড্রেস পরীক্ষা করুন।

৩. পেশাদার ইমেইল আইডি ফরম্যাট কি?

একটি পেশাদার ইমেল এড্রেসের সবচেয়ে আদর্শ এবং প্রস্তাবিত ফর্ম অবশ্যই [email protected] ফর্ম্যাট। তবে আপনি একটি পেশাদার ইমেল তৈরির জন্য এমন আরও কিছু উপায় আছে, যেমন: [email protected] এবং [email protected].

৪. অফিসিয়াল ইমেইল আইডির উদাহরণ কি?

অফিসিয়াল ইমেইল আইডির উদাহরণ হলো: [email protected][email protected][email protected]

৫. সবচেয়ে ভালো ইমেইল আইডি কোনটি?

ইমেইল আইডির মধ্যে অনেকগুলোই ভারো আছে তার মধ্যে অন্তর্ভূক্ত আছে:

  • Gmail: অফলাইন অ্যাক্সেসের জন্য সেরা।
  • AOL: ইন্টারফেস সংস্থার জন্য সেরা।
  • আউটলুক: একাধিক অ্যাপ ইন্টিগ্রেশনের জন্য সেরা।
  • ইয়াহু! মেল: প্রচুর স্টোরেজের জন্য সেরা।
  • iCloud মেল: ডেটা এনক্রিপশনের জন্য সেরা।
  • Mozilla Thunderbird: একাধিক অ্যাকাউন্ট পরিচালনার জন্য সেরা। এছাড়া রয়েছে:
  • জোহো।
  • প্রোটন মেইল।

৬. আপনি কিভাবে একটি ভালো ইমেইল নাম তৈরি করবেন?

আপনি পেশাদার ইমেল ঠিকানার ধারনা নিয়ে চিন্তাভাবনা করার সময়, আপনি আপনার ইমেল ঠিকানা তৈরি করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখবেন এতে করে আপনি ভালো মানের একটি ইমেইল আইডি তৈরি করতে পারবেন।

  • সংখ্যা ব্যবহার করবেন না।
  • সংক্ষিপ্ত রাখুন এড্রেস।
  • মনে রাখার মতো করুন।
  • নিশ্চিত করুন যে এটি উচ্চারণযোগ্য।
  • এটা প্রাসঙ্গিক রাখুন।

৭. ইমেইল আইডি কি ইউজারনেমের মতই?

ব্যবহারকারীর নাম হল সেই নাম যা আপনি ই-মেইল আইডি খুলার উদ্দেশ্যে চিহ্নিত করতে বেছে নেন এবং যা আপনি আপনার ই-মেইল অ্যাকাউন্ট তৈরি করতে ই-মেইল হোস্টকে প্রদান করেন। ডোমেন নাম হলো ই-মেইল হোস্টের জন্য ইন্টারনেটে একটি পরিচয়ের মতো যা একটি ব্যক্তিগত সাইট, কোম্পানি, সংস্থা বা সরকারী সত্ত্বা হতে পারে।

উপসংহার: আমাদের ব্যক্তিগত জীবনের নানা কাজে প্রয়োজন হয়ে থাকে ইমেইল। তাই কাজের ক্ষেত্রে হউক কিংবা ব্যক্তিগত প্রয়োজন ইমেইল একাউন্ট খোলা উচিত সকলের। এই জন্য আমরা আপনাদেরকে ইমেইল আইডি খোলার নিয়ম টা দেখেছি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.

sex videos
pornvideos
xxx sex