কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ | ফিফা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল সময়সূচি?
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ PDF | কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ কত তম | ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সময়সূচী | বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ pdf
“পায়ে বল, মাথায় বল, আর হাতে লাগলে হ্যান্ডবল”- হয়তবা এই কথাটি আপনি অবশ্যই শুনে থাকবেন। কারন, গোটা বিশ্বের মতো ফুটবল প্রেমীদের সংখ্যা আমাদের বাংলাদেশেও কম নয়। আর এই Football প্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে কাতার বিশ্বকাপ ২০২২ (Qatar World Cup 2022) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যেখানে বিশ্বের অনেক দেশ এই বিশ্বকাপে অংশগ্রহন করবে। আগমন ঘটবে নতুন নতুন সব ফুটবলের জাদুকরের। আর গোটা বিশ্বের মধ্যে রচিত হবে ফুটবল এর নতুন এক ইতিহাস৷
আর এই ইতিহাসের রেশ আরেকগুন বাড়িয়ে দেয়ার জন্যই মূলত আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কারন, আজকে আমি কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ নিয়ে বিস্তারিত তুলে ধরার চেস্টা করবো৷
আপনি হয়তবা জেনে থাকবেন যে, ফুটবল বিশ্বকাপ ২০২২ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেননা, ইতিমধ্যেই এই কাতার বিশ্বকাপ সময়সূচী 2022 প্রকাশ করা হয়েছে। FIFA World Cup Match Fixers অনুযায়ী ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ এর উদ্ভাবন হবে চলতি বছরের নভেম্বর মাসে।
এখন হয়তবা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, ভাই এই ফুটবল বিশ্বকাপ তো গ্রীষ্মের সময় অর্থ্যাৎ, মে অথবা জুন – জুলাই মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে গ্রীষ্মকালের পরিবর্তে এবার কেন নভেম্বর ডিসেম্বর এর শীতকালে অনুষ্ঠিত হচ্ছে? -হুমম! আপনার মতো অনেকেই এই বিষয়টি নিয়ে অনেক সমালোচনা করেছে।
আরো দেখুন: সরাসরি ফুটবল খেলা দেখার সফটওয়্যার.
তবে করোনা ভাইরাস এর নির্মম মহামারীর কারনে এই কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ এর পরিবর্তন আনা হয়েছে। আর সে কারনে মধ্যেপ্রাচ্যের এই দেশের আবহাওয়ার কথা বিবেচনা করেই মূলত এই সময়সূচী নির্ধারন করা হয়েছে বলে জানা যায়।
তো এবার চলুন তাহলে কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ (Qatar World Cup 2022) নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
কাতার বিশ্বকাপ ২০২২ মোট কয়টি দেশ অংশগ্রহন করবে?
FIFA World cup 2022 এর দেওয়া তথ্য অনুযায়ী কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে গোটা পৃথিবীর মধ্যে মোট ২১০ টি দেশ অংশগ্রহন করবে। কারন, ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে এই ২১০ টি দেশ কে যোগ্য বলে ঘোষনা করা হয়েছে।
তবে যেহুতু কাতার একটি স্বাগতিক দল হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই কোনো প্রকার বাছাই পর্ব ছাড়াই ফুটবল বিশ্বকাপ ২০২২ এ কাতার বাছাই পর্ব ছাড়াই সরাসরি এই খেলায় অংশগ্রহন করতে পারবে। আর বাছাই পর্ব শেষে কাতার সহো বিশ্বকাপ মোট ৩২ টি দল চুড়ান্ত খেলায় অংশগ্রহন করবে।
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এ কোন কোন দেশ অংশগ্রহন করেছে?
কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ ২০২২ বাছাই পর্বে বিশ্বের মোট ২১০ টি দেশ অংশগ্রহন করেছে। যদিওবা তাদের মধ্যে থেকে শুধুমাত্র ৩১ টি দেশকে চুড়ান্ত খেলার জন্য নির্বাচিত করা হবে।
কিন্তুু তারপরও সেই কাতার ফুটবল বিশ্বকাপে অংশগ্রহন করা সেই দেশগুলোর সাথে আপনার একবার পরিচিত হওয়া দরকার। [Enter All Country Picture From FIFA Website]
তো উপরের পিকচার থেকে আপনি কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহন করা সকল দেশের নাম গুলো জানতে পারবেন।
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ পিকচার | Qatar World Cup 2022
ফিফা (FIFA) অফিসিয়ালি ভাবে কাতার বিশ্বকাপ সময়সূচি প্রকাশ করেছে। এবং তাদের দেওয়া সময়সূচি অনুযায়ী Qatar World Cup অনুষ্ঠিত হবে ২০২২ সালের ২১ শে নভেম্বর।
এবং এই ফুটবল বিশ্বকাপ এর শুভ উদ্বোধন হবে দুপুর ১ (এক) টার মধ্যে। যা বাংলাদেশের স্থানীয় সময় হিসেবে বিকেল ৪ (চার) টার মধ্যে কাতারে ফুটবল বিশ্বকাপ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
এই অনুষ্ঠানের জন্য ভ্যানু হিসেবে নির্ধারন করা হয়েছে কাতার এর উওরে অবস্থিত আল খোর আল বায়াত নামক একটি স্টেডিয়ামে। মোট ৩২ টি দেশের সমন্বয়ে অনুষ্ঠিত এই Football World Cup এ খেলাগুলো পরিচালনা করার জন্য ভিন্ন ভিন্ন সময় নির্ধারন করা হয়েছে। যেমন, কাতার এর স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১ টা, বিকাল ৪ টা, সন্ধ্যা ৭টা, রাত ১০ টা এবং সর্বশেষ সময় হলো রাত ১ টা।
তবে এই সময়ের সাথে বাংলাদেশের টাইম জোন মিলবে না। তাই বাংলাদেশের সময়ের সাথে কাতারের সময় এর হিসেব করলে এই খেলাগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে বিকেল ৪ টা, সন্ধ্যা ৭ টা, রাত ১০ টা এবং রাত ১ টা।
এছাড়াও কাতার ফুটবল বিশ্বকাপে যেসব নকআউট পর্ব আছে, সেগুলো নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে। যেমন, এই খেলা গুলোর নির্দিষ্ট সময় হলো, সন্ধ্যা ৭ টা এবং রাত ১০ টা। যা বাংলাদেশি সময় অনুযায়ী হিসেব করলে দেখা যাবে, রাত ৯ টা এবং রাত ১ টা।
গ্রুপ পর্ব
- নভেম্বর ২০ : কাতার বনাম ইকুয়েডর, রাত ১০টা
- নভেম্বর ২১ : ইরান বনাম ইংল্যান্ড। সন্ধ্যা ৭টা
- নভেম্বর ২১, নেদারল্যান্ডস বনাম সেনেগাল, রাত ১০টা।
- নভেম্বর ২২: যুক্তরাষ্ট্র বনাম ওয়েলস, রাত ১টা।
- নভেম্বর ২২: আর্জেন্টিনা বনাম সৌদি আরব, বিকাল ৪টা।
- নভেম্বর ২২: ডেনমার্ক বনাম তিউনিশিয়া, সন্ধ্যা ৭টা।
- নভেম্বর ২২: মেক্সিকো বনাম পোল্যান্ড, রাত ১০টা।
- নভেম্বর ২৩: অস্ট্রেলিয়া বনাম ফ্রান্স, রাত ১টা।
- নভেম্বর ২৩: ক্রোয়েশিয়া বনাম মরক্কো, বিকাল ৪টা।
- নভেম্বর ২৩: জার্মানি বনাম জাপান, সন্ধ্যা ৭টা।
- নভেম্বর ২৩: কোস্টারিকা বনাম স্পেন, রাত ১০টা।
- নভেম্বর ২৪: বেলজিয়াম বনাম কানাডা, রাত ১টা।
- নভেম্বর ২৪: সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন, বিকাল ৪টা।
- নভেম্বর ২৪: উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া, সন্ধ্যা ৭টা।
- নভেম্বর ২৪: পর্তুগাল বনাম ঘানা, রাত ১০টা।
- নভেম্বর ২৫: ব্রাজিল বনাম সার্বিয়া, রাত ১টা।
- নভেম্বর ২৫: ওয়েলস বনাম ইরান, বিকাল ৪টা।
- নভেম্বর ২৫: কাতার বনাম সেনেগাল, সন্ধ্যা ৭টা।
- নভেম্বর ২৫: নেদারল্যান্ডস বনাম ইকুইডর, রাত ১০টা।
- নভেম্বর ২৬: ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র, রাত ১টা।
- নভেম্বর ২৬: তিউনিশিয়া বনাম অস্ট্রেলিয়া, বিকাল ৪টা।
- নভেম্বর ২৬: পোল্যান্ড বনাম সৌদি আরব, সন্ধ্যা ৭টা।
- নভেম্বর ২৬: ফ্রান্স বনাম ডেনমার্ক, রাত ১০টা।
- নভেম্বর ২৭: আর্জেন্টিনা বনাম মেক্সিকো, রাত ১টা।
- নভেম্বর ২৭: জাপান বনাম কোস্টারিকা, বিকাল ৪টা।
- নভেম্বর ২৭: বেলজিয়াম অনাম মরোক্কো, সন্ধ্যা ৭টা।
- নভেম্বর ২৭: ক্রোয়েশিয়া বনাম কানাডা, রাত ১০টা।
- নভেম্বর ২৮: স্পেন বনাম জার্মানি, রাত ১টা।
- নভেম্বর ২৮: ক্যামেরুন বনাম সার্বিয়া, বিকাল ৪টা।
- নভেম্বর ২৮: দক্ষিণ কোরিয়া বনাম ঘানা, সন্ধ্যা ৭টা।
- নভেম্বর ২৮: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড, রাত ১০টা।
- নভেম্বর ২৯: পর্তুগাল বনাম উরুগুয়ে, রাত ১টা।
- নভেম্বর ২৯: ইকুইডর বনাম সেনেগাল, রাত ৯টা।
- নভেম্বর ২৯: নেদারল্যান্ডস বনাম কাতার, রাত ৯টা।
- নভেম্বর ৩০: ইরান বনাম যুক্তরাষ্ট্র , রাত ১টা।
- নভেম্বর ৩০: ওয়েলস বনাম ইংল্যান্ড, রাত ১টা।
- নভেম্বর ৩০: তিউনিশিয়া বনাম ফ্রান্স, রাত ৯টা।
- নভেম্বর ৩০: অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক, রাত ৯টা।
- ডিসেম্বর ১: পোল্যান্ড বনাম আর্জেন্টিনা, রাত ১টা।
- ডিসেম্বর ১: সৌদি আরব বনাম মেক্সিকো, রাত ১টা।
- ডিসেম্বর ১: ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম, রাত ৯টা।
- ডিসেম্বর ১: কানাডা বনাম মরক্কো, রাত ৯টা।
- ডিসেম্বর ২: জাপান বনাম স্পেন, রাত ১টা।
- ডিসেম্বর ২: কোস্টারিকা বনাম জার্মানি, রাত ১টা।
- ডিসেম্বর ২: দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল, রাত ৯টা।
- ডিসেম্বর ২: ঘানা বনাম উরুগুয়ে, রাত ৯টা।
- ডিসেম্বর ৩: সার্বিয়া বনাম সুইজারল্যান্ড, রাত ১টা।
- ডিসেম্বর ৩: ক্যামেরুন বনাম ব্রাজিল, রাত ১টা।
কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের সময়সূচী
রাউন্ড অফ ১৬- কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের সময়সূচী
মোট ১৬ টি দল কোয়ালিফাই করবে ৮ টি গ্রুপ থেকে।
- যুক্তরাষ্ট্র বনাম নেদারল্যান্ড, সময় : ৩ ডিসেম্বর রাত ৯ টা।
- আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া, সময় : ৪ ডিসেম্বর রাত ১ টা
- ফ্রান্স বনাম পোল্যান্ড, সময় : ৪ ডিসেম্বর রাত ৯ টা।
- ইংল্যান্ড বনাম সেনেগাল, ডিসেম্বর ৫, রাত ১টা
- জাপান বনাম ক্রোয়েশিয়া, ডিসেম্বর ৫, রাত ৯টা।
- ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া, ডিসেম্বর ৬, রাত ১টা।
- স্পেন বনাম মরক্কো, ডিসেম্বর ৬, রাত ৯ টা।
- পর্তুগাল বনাম সুইজারল্যান্ড, ডিসেম্বর ৭, রাত ১ টা।
কাতার ফিফা ফুটবল বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল পর্বের সময়সূচী
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া। ডিসেম্বর ৯, রাত ৯টা।
- আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড। ডিসেম্বর ১০, রাত ১টা।
- পর্তুগাল বনাম মরক্কো। ডিসেম্বর ১০, রাত ৯টা।
- ইংল্যান্ড বনাম ফ্রান্স। ডিসেম্বর ১১, রাত ১টা।
ফিফা ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল সময়সূচি?
- আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া।ডিসেম্বর ১৪, রাত ১টা।
- ফ্রান্স বনাম মরক্কো।ডিসেম্বর ১৫, রাত ১টা।
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ
- সেমিফাইনাল ১ বনাম সেমিফাইনাল ২ এর পরাজিত দল। ডিসেম্বর ১৭, রাত ৯টা।
ফাইনাল : আর্জেন্টিনা বনাম ফ্রান্স। ডিসেম্বর ১৮, রাত ৯টা।
বিশ্বকাপ ম্যাচ | তারিক | সময় |
সেনেগাল বনাম নেদারল্যান্ডস | ২১ শে নভেম্বর | বিকাল ৪ঃ০০ |
ইংল্যান্ড বনাম ইরান | ২১ শে নভেম্বর | সন্ধ্যা ৭ঃ০০ |
কাতার বনাম ইকুয়েডর | ২১ শে নভেম্বর | রাত ১০ঃ০০ |
আমেরিকা বনাম ওয়েলস/ স্কটল্যান্ড/ ইউক্রেন/ (ইউরোপিয়ান প্লে অফ) | ২১ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
আর্জেন্টিনা বনাম সৌদি আরব | ২২ শে নভেম্বর | বিকাল ৪ঃ০০ |
ডেনমার্ক বনাম তিউনিসিয়া | ২২ শে নভেম্বর | সন্ধ্যা ৭ঃ০০ |
মেক্সিকো বনাম পোল্যান্ড | ২২ শে নভেম্বর | রাত ১০ঃ০০ |
ফ্রান্স বনাম পেরু/ অস্ট্রেলিয়া/ আমিরাত (আন্তঃমহাদেশীয়-১) | ২২ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
মেক্সিকো বনাম ক্রোয়েশিয়া | ২৩ শে নভেম্বর | বিকাল ৪ঃ০০ |
জার্মানি বনাম জাপান | ২৩ শে নভেম্বর | সন্ধ্যা ৭ঃ০০ |
স্পেন বনাম কোস্টারিকা/ নিউজিল্যান্ড ( আন্তঃমহাদেশীয় প্লে অফ- ২) | ২৩ শে নভেম্বর | রাত ১০ঃ০০ |
বেলজিয়াম বনাম কানাডা | ২৩ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন | ২৪ শে নভেম্বর | বিকাল ৪ঃ০০ |
উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া | ২৪ শে নভেম্বর | সন্ধ্যা ৭ঃ০০ |
পর্তুগাল বনাম ঘানা | ২৪ শে নভেম্বর | রাত ১০ঃ০০ |
ব্রাজিল বনাম সার্বিয়া | ২৪ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
ইরান বনাম ওয়েলস/ স্কটল্যান্ড/ ইউক্রেন ( ইউরোপিয়ান প্লে অফ) | ২৫ শে নভেম্বর | বিকাল ৪ঃ০০ |
কাতার বনাম সেনেগাল | ২৫ শে নভেম্বর | সন্ধ্যা ৭ঃ০০ |
নেদারল্যান্ড বনাম ইকুয়েডর | ২৫ শে নভেম্বর | রাত ১০ঃ০০ |
ইংল্যান্ড বনাম আমেরিকা | ২৫ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
তিউনিশিয়া বনাম পেরু/ অস্ট্রেলিয়া/ আমিরাত ( আন্তঃদেশীয় প্লে-অফ- ২) | ২৬ শে নভেম্বর | বিকাল ৪ঃ০০ |
পোল্যান্ড বনাম সৌদি আরব | ২৬ শে নভেম্বর | সন্ধ্যা ৭ঃ০০ |
ফ্রান্স বনাম ডেনমার্ক | ২৬ শে নভেম্বর | রাত ১০ঃ০০ |
অস্ট্রেলিয়া বনাম মেক্সিকো | ২৬ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
জাপান বনাম কোস্টারিকা/ নিউজিল্যান্ড ( আন্তঃমহাদেশীয় প্লে অফ- ২) | ২৭ শে নভেম্বর | বিকাল ৪ঃ০০ |
বেলজিয়াম বনাম মরক্কো | ২৭ শে নভেম্বর | সন্ধ্যা ৭ঃ০০ |
ক্রোশিয়া বনাম কানাডা | ২৭ শে নভেম্বর | রাত ১০ঃ০০ |
স্পেন বনাম জার্মানি | ২৭ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
ক্যামেরুন বনাম সার্বিয়া | ২৮ শে নভেম্বর | বিকাল ৪ঃ০০ |
দক্ষিণ কোরিয়া বনাম গানা | ২৮ শে নভেম্বর | সন্ধ্যা ৭ঃ০০ |
ব্রাজিল বনাম সুইজারল্যান্ড | ২৮ শে নভেম্বর | রাত ১০ঃ০০ |
পর্তুগাল বনাম উরুগুয়ে | ২৮ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
নেদারল্যান্ড বনাম কাতার | ২৯ শে নভেম্বর | রাত ৯ঃ০০ |
ইকুয়েডর বনাম সেনেগাল | ২৯ শে নভেম্বর | রাত ৯ঃ০০ |
ইংল্যান্ড বনাম ওয়েলস/ স্কটল্যান্ড/ ইউক্রেন ( ইউরোপিয়ান) | ২৯ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
ইরান বনাম আমেরিকা | ২৯ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
তিউনিশিয়া বনাম ফ্রান্স | ৩০ শে নভেম্বর | রাত ৯ঃ০০ |
ডেনমার্ক বনাম পেরু/ অস্ট্রেলিয়া/ আমিরাত (আন্তঃমহাদেশীয়-১) | ৩০ শে নভেম্বর | রাত ৯ঃ০০ |
সৌদি আরব বনাম মেক্সিকো | ৩০ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | ৩০ শে নভেম্বর | রাত ১ঃ০০ |
ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম | ১ লা ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
কানাডা বনাম মরক্কোর | ১ লা ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
জার্মানি বনাম কোস্টারিকা/ নিউজিল্যান্ড ( আন্তঃমহাদেশীয় প্লে অফ- ২) | ১ লা ডিসেম্বর | রাত ১ঃ০০ |
জাপান বনাম স্পেন | ১ লা ডিসেম্বর | রাত ১ঃ০০ |
দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল | ২ রা ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
গানা বনাম উরুগুয়ে | ২ রা ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
সার্বিয়া বনাম সুইজারল্যান্ড | ২ রা ডিসেম্বর | রাত ১ঃ০০ |
ক্যামেরুন বনাম ব্রাজিল | ২ রা ডিসেম্বর | রাত ১ঃ০০ |
ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সময়সূচী (নক আউট পর্ব)
বিশ্বকাপ ম্যাচ | তারিক | সময় |
এ১ বনাম বি২ | ৩ রা ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
সি১ বনাম ডি২ | ৩ রা ডিসেম্বর | রাত ১ঃ০০ |
ডি১ বনাম সি২ | ৪ ঠা ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
বি১ বনাম এ২ | ৪ ঠা ডিসেম্বর | রাত ১ঃ০০ |
ই১ বনাম এফ২ | ৫ ই ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
জি১ বনাম এইচ২ | ৫ ই ডিসেম্বর | রাত ১ঃ০০ |
এফ১ বনাম ই২ | ৬ ই ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
এইচ১ বনাম জি২ | ৬ ই ডিসেম্বর | রাত ১ঃ০০ |
বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী কাতার (কোয়াটার ফাইনাল)
বিশ্বকাপ ম্যাচ | তারিক | সময় |
ই১ – এফ২ বনাম জি১ – এইচ২ | ৯ ই ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
এ১ – বি২ বনাম সি১ – ডি২ | ৯ ই ডিসেম্বর | রাত ১ঃ০০ |
এফ১ – ই২ বনাম এইচ১ – জি২ | ১০ ই ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
বি১ – এ২ বনাম ডি১ – সি২ | ১০ ই ডিসেম্বর | রাত ১ঃ০০ |
Katar Bisso Cup 2022 Somoy Suchi (সেমি ফাইনাল)
বিশ্বকাপ ম্যাচ | তারিক | সময় |
৯ ই ডিসেম্বর দুই বিজয়ী | ১৩ ই ডিসেম্বর | রাত ১ঃ০০ |
১০ ই ডিসেম্বর | ১৪ ই ডিসেম্বর | রাত ১ঃ০০ |
তৃতীয় স্থান
বিশ্বকাপ ম্যাচ | তারিক | সময় |
২ সেমি ফাইনালের পরাজিত দল | ১৭ ই ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী ফাইনাল
বিশ্বকাপ ম্যাচ | তারিক | সময় |
২ সেমি ফাইনাল বিজয়ী | ১৮ ই ডিসেম্বর | রাত ৯ঃ০০ |
এছাড়াও এই Qatar World Cup 2022 এর সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচের জন্যেও নির্ধারিত সময় নির্ধারন করে দেওয়া হয়েছে। যেমন, সেমি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে রাত ৬ টা) যা বাংলাদেশি সময় হিসেবে উক্ত খেলাটি রাত ১০ টা অনুষ্ঠিত হবে।
এবং সর্বশেষ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে B অনুযায়ী ১০ টা। যা বাংলাদেশি সময় অনুযায়ী হিসেব করলে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে রাত ১ টা।
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ | Katar Bisso Cup 2022 Somoy Suchi
যাদের মূলত ফুটবলের প্রতি অসীম ভালোবাসা আছে, তাদের জন্য এবার আমি কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ কে পর্যায়ক্রমে তুলে ধরার চেস্টা করবো। যেন, আপনি আগে থেকেই Qatar World Cup 2022 Time Schedule সম্পর্কে জানতে পারেন। এবং আপনার যেন কোনো খেলা মিস না যায়। তো চলুন এবার তাহলে কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ কে বিস্তারিত ভাবে জেনে নেয়া যাক।
Date: 21-Nov-2022
- দুপুর ১ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
- বিকাল ৪ টা থুমামা স্টেডিয়াম (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
- সন্ধ্যা ৭ টা খলিফা নামক আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ১০ টা)
- রাত ১০ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 22-Nov-2022
- দুপুর ১ টা জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
- বিকাল ৪ টা এডুকেশন সিটি স্টেডিয়াম (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
- সন্ধ্যা ৭ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
- রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 23-Nov-2022
- দুপুর ১ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
- বিকাল ৪ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
- সন্ধ্যা ৭ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
- রাত ১০ টা আল বাইত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 24-Nov-2022
- দুপুর ১ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
- বিকাল ৪ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
- সন্ধ্যা ৭ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
- রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 25-Nov-2022
- দুপুর ১ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
- বিকাল ৪ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
- সন্ধ্যা ৭ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
- রাত ১০ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 26-Nov-2022
- দুপুর ১ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
- বিকাল ৪ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
- সন্ধ্যা ৭ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
- রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 27-Nov-2022
- দুপুর ১ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
- বিকাল ৪ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
- সন্ধ্যা ৭ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
- রাত ১০ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 28-Nov-2022
- দুপুর ১ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় বিকাল ৪ টা)
- বিকাল ৪ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় সন্ধ্যা ৭ টা)
- সন্ধ্যা ৭ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১০ টা)
- রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 29-Nov-2022
- সন্ধ্যা ৬ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- সন্ধ্যা ৬ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
- রাত ১০ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 30-Nov-2022
- সন্ধ্যা ৬ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- সন্ধ্যা ৬ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
- রাত ১০ টা আল লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 01-Dec-2022
- সন্ধ্যা ৬ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- সন্ধ্যা ৬ টা আল থুমামা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
- রাত ১০ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 02-Dec-2022
- সন্ধ্যা ৬ টা আল জানুব স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- সন্ধ্যা ৬ টা এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
- রাত ১০ টা লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ ( প্রি – কোয়ার্টার খেলা)
আপনি হয়তবা জেনে থাকবেন যে, ফুটবল বিশ্বকাপে যেসব খেলা হয় সেগুলো মূলত ধাপে ধাপে এগিয়ে যেতে থাকে। ঠিক তেমনি যখন প্রথমার্ধের খেলা গুলো শেষ হবে। তখন শুরু হবে প্রি-কোয়ার্টার খেলা। এর এই খেলা গুলো পরিচালনা করার জন্য নির্ধারিত সময় নির্ধারন করে দেওয়া হয়েছে। চলুন এবার সেই সময় ও ভ্যানু সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
Date: 03-Dec-2022
- সন্ধ্যা ৬ টা খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা আল রাইয়ান স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 04-Dec-2022
- সন্ধ্যা ৬ টা আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা আল থুমামা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 05-Dec-2022
- সন্ধ্যা ৬ টা- আল জানুব স্টেডিয়াম ( বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা- রাস আবু আউদ স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১টা)
Date: 06-Dec-2022
- সন্ধ্যা ৬ টা- এডুকেশন স্টেডিয়াম (বাংলাদেশি রাত ৯ টা)
- রাত ১০ টা-লুসাইল স্টেডিয়াম ( বাংলাদেশি সময় রাত ১ ট)
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ (কোয়ার্টার ফাইনাল)
তো প্রি-কোয়ার্টার ফাইনাল শেষে যেসব দল উত্তীর্ণ হবে সেই বিজয়ী দলগুলো কে নিয়ে নিচে উল্লেখিত সময় অনুযায়ী কাতার ফুটবল বিশ্বকাপ এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। যেমন,
Date: 09-Dec-2022
- সন্ধ্যা ৬ টা- এডুকেশন সিটি স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা- লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 10-Dec-2022
- সন্ধ্যা ৬ টা- আল থুমামা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
- রাত ১০ টা- আল বায়েত নামক স্টেডিয়াম (বাংলাদেশি রাত ১ টা)
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ (সেমিফাইনাল)
কোয়ার্টার ফাইনাল শেষে যে ৪ টি দল উত্তীর্ণ হবে সেই দল গুলোকে নিয়ে পুনরায় সেমিফাইনাল এর আয়োজন করা হবে। আর নিচে সেমিফাইনাল খেলার সময়সূচি প্রকাশিত করা হলো।
Date: 13-Dec-2022
- রাত ১০ টা -লুসাইল স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
Date: 14-Dec-2022
- রাত ১০ টা- আল বায়েত স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ১ টা)
কাতার বিশ্বকাপ ২০২২ (ফাইনাল)
সব জল্পনা কল্পনা শেষ করে আমাদের দীর্ঘ অপেক্ষার সেই কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর এই খেলায় যে দেশ বিজয় লাভ করবে। সেই দেশটি ফুটবলের খাতায় নতুন একটি ইতিহাস লিখবে। চলুন এবার কাতার বিশ্বকাপ ২০২২ এর ফাইনাল এর সময়সূচি সম্পর্কে জেনে নেয়া যাক।
Date: 18-Dec-2022 (Third Team)
- সন্ধ্যা ৬ টা – আল খলিফা স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
Date: 18-Dec-2022
- সন্ধ্যা ৬ টা – আল বায়েত- স্টেডিয়াম (বাংলাদেশি সময় রাত ৯ টা)
কাতার বিশ্বকাপ ২০২২ স্টেডিয়াম
Qatar World Cup 2022 এ যেসব স্টেডিয়ামে উক্ত খেলা গুলো আয়োজিত হবে। সেগুলো একজনজরে দেখে নেয়া যাক।
- আল খলিফা স্টেডিয়াম।
- আল বায়েত স্টেডিয়াম।
- লুসাইল স্টেডিয়াম।
- আল থুমামা স্টেডিয়াম।
- এডুকেশন সিটি স্টেডিয়াম।
- আল জানুব স্টেডিয়াম।
- রাস আবু আউদ স্টেডিয়াম।
- আল রাইয়ান।
উপরোক্ত স্টেডিয়াম গুলোতে কবে এবং কখন খেলা অনুষ্ঠিত হবে, সেগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
2022 কাতার বিশ্বকাপ কারা স্পন্সর করবে?
যেহুতু এই ফুটবল বিশ্বকাপ গোটা বিশ্বের কাছে সমাদৃত। তাই এখানে স্পন্সর (Sponsor) পাওয়া মোটেও সহজ কাজ নয়। তবে বর্তমান সময়ের কিছু জনপ্রিয় ব্রান্ড এই বিশ্বকাপে স্পন্সর করতে সক্ষম হয়েছে। যেমনঃ
- Budweiser.
- Vivo.
- Mc Donalds.
- Hisense.
- Adidas.
- Visa.
- Qatar Airways.
- Hyundai.
- Wanda Group.
- Coca-Cola.
উপরে যেসব ব্রান্ডের নাম দেখতে পাচ্ছেন এগুলো মূলত কাতার বিশ্বকাপ ২০২২ এর মূল স্পন্সর (Sponsor) হিসেবে যুক্ত করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ pdf নিয়ে কিছুকথা
আমরা সবাই জানি যে কাতার হলো একটি মরুভূমির প্রখর দেশ। কিন্তুু এরপরও দর্শকদের কথা বিবেচনা করা শীতল আবহাওয়ায় যেন দর্শকরা খেলা উপভোগ করতে পারে সেই বিষয়ে যথেষ্ট খেয়াল রাখা হয়েছে।
প্রথম দিকে গ্রুপ পর্বে দিনে ৪ টি করে খেলা থাকলেও দর্শকরা যেন সব গুলো খেলা উপভোগ করতে পারে৷ সেই উদ্দেশ্যে প্রতিটি খেলার মধ্যে দেড় ঘন্টা করে গ্যাপ দেওয়া হয়েছে। আশা করি এবারের বিশ্বকাপ ফুটবল প্রেমীদের কাছে অনেক বেশি আর্কষনীয় হয়ে উঠবে।
katar bisso cup 2022 somoy suchi, fifa world cup 2022 সময়সূচি, বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ pdf, 2022 কাতার বিশ্বকাপের সময়সূচি, কাতার বিশ্বকাপ ২০২২ সময়সূচি, কাতার বিশ্বকাপ বাংলাদেশ সময়সূচী ২০২২, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সময়সূচী, ২০২২ কাতার বিশ্বকাপের সময়সূচি।
কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ, katar bisso cup 2022 list bangla, কাতার ফুটবল বিশ্বকাপ সময়সূচী ২০২২, কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলাদেশ সময়, বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ পিকচার, কাতার বিশ্বকাপ 2022 সময়সূচি, bisso cup football 2022 somoy suchi, কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ বাংলা।
ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি পিকচার, বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী বাংলাদেশ, কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ গ্রুপ 27, কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচী, কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ ছবি, কাতার বিশ্বকাপ – এর সময়সূচি, কাতার বিশ্বকাপ সময়সূচী বাংলাদেশ, বিশ্বকাপের সময়সূচি 2022, কাতার ফুটবল বিশ্বকাপ সময়সূচী।
katar bisso cup 2022, 2022 বিশ্বকাপের সময়সূচি, কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ pdf download, ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি, ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি, কাতার ওয়ার্ল্ড কাপ সময়সূচী, katar bisso cup 2022 date, qatar world cup 2022 somoy suchi, কাতার বিশ্বকাপ সিডিউল, katar bisso cup 2022 chart, ফুটবল বিশ্বকাপ ২০২২ পিকচার, কাতার বিশ্বকাপ রুটিন, ফুটবল বিশ্বকাপ 2022 সময়সূচি, ফুটবল বিশ্বকাপ ২০২২ সময় সূচি পিকচার
আর এই ফুটবল প্রেমীদের বিশ্বকাপের আগ্রহ কে কয়েক গুন বাড়িয়ে দেয়ার জন্য আজকে আমি কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।